বাংলা নববর্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

শুভেচ্ছা বার্তায় ইউএনও বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ইউএনও নিশাত আনজুম অনন্যা আরও বলেন, অতীতের গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে হাজির হয়।

ইউএনও পরিশেষে আরও বলেন, আসুন বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করি। এসময় তিনি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করেন।