পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বাউফল থানায় মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে লিখিত অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বাউফল থানায় মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে লিখিত অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার (২৭মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  লিটন খন্দকার বলেন, আমি নিয়মিত সৌরভ বশারের কাছ থেকে পেট্রোল ক্রয় করি। ঘটনার দিনও দুই ব্যারেল পেট্রোল কিনি, তবে প্রতিটি ব্যারেলে ১২-১৪ লিটার করে কম ছিল। আমি এ বিষয়ে আপত্তি জানালে সৌরভ বশার রেগে যান এবং আমাদের বাগবিতণ্ডা হয়। তখন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি রিমন সিকদার এসে পরিস্থিতি শান্ত করেন। তবে টাকা ছিনতাই বা পেট্রোল নামিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং আমার সুনাম নষ্ট করার জন্য করা হয়েছে।
এসময়ে মিথ্যা অভিযোগের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাওলানা ইয়াসিন, আদাবাড়ীয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন সিকদার।
এর আগে বুধবার (২৬ মার্চ) রাতে ব্যবসায়ী সৌরভ বশার ৮লাখ টাকা ছিনতাই  ও মারধরের অভিযোগে বাউফল থানায় একটি এজাহার দায়ের করেছেন। আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি রিমন সিকদার (৩১) ও সাধারণ সম্পাদক লিটন খন্দকারের (৪০)।