বরিশালের বানারীপাড়ায় সৎ মেয়েকে ধর্ষন মামলার আসামী কুলাঙ্গার বাবা শরিফুল ইসলাম সোহাকগকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ২৮ জানুয়ারী( মঙ্গলবার) র্যাবের সহযোগীতায় বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো: জাহিদ হোসেনের নেতৃত্বে বানারীপাড়ার পার্শবর্তী ঝালকাঠী সদর উপজেলার গুয়াচিত্রা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।২৯ জানুয়ারী( বুধবার) সকালে তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। উল্ল্যেখ্য যে,বানারীপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিধবা আরজু আক্তার পলি (৩৭) এর সাথে ১৩ বছরের মেয়ে সহ দুই বছর পূর্বে বরিশাল কোতোয়ালি থানার দক্ষিণ লামচড়ি গ্রামের শরিফুল ইসলাম সোহাগের সাথে বিবাহ হয়।এর পর থেকে তারা উত্তরপাড় আবাসনে বসবাস করে আসছিলো।পলি ব্রাক এনজিও কর্মীর কাজ করায় প্রায়ই বাহিরে থাকায় কুমতলবী সোহাগ বিগত প্রায় দুইমাস যাবত ওই সৎ মেয়ে (১৩)কে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারী পলি ঘরে না থাকার সুযোগে ওইদিন দুপুরে সোহাগ ঘরে মধ্যে সৎ মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় পলির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষনকারী সোহাগ পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।পরে ঘরে ফিরে এসে মেয়ের কাছে সব শুনে এ ঘটনায় ৪ জানুয়ারী মা আরজু আক্তার পলি বাদী হয়ে লম্পট স্বামী শরিফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।