নাটোরের বালিয়াডাঙ্গা গ্রামে নারী অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর সহায়তায় ডাসকো ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।  বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় নারী, পুরুষ, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার এবং সমতাভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী নারীরা তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।  এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য "For all women and girls: Rights, Equality, Empowerment"-এর আলোকে এই সভায় নারীর অধিকার সংক্রান্ত ১২টি বিষয় নিয়ে আলোচনা করা হয়, যা বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশনে অন্তর্ভুক্ত রয়েছে।  বিশেষ আলোচক হিসেবে ফিল্ড ফ্যাসিলিটেটর সুনীল কুমার রায় বলেন, "নারীর ক্ষমতায়নের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। আর্থসামাজিক উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি কল্পনাও করা যায় না।" তিনি আরও জানান, কোনো নারী যদি সহিংসতার শিকার হন, তাহলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ বা ১০৯ নম্বরে ফোন করে সহায়তা পেতে পারেন। এছাড়া, ডাসকো ফাউন্ডেশনের আওতাধীন ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেল’ থেকেও সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।  সভায় আরও বক্তব্য রাখেন নাটোর ইউনিটের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মো. মুক্তার হোসেন। তিনি নারীদের আইনি সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।  আয়োজকরা জানান, নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।নাটোরের বালিয়াডাঙ্গা গ্রামে নারী অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর সহায়তায় ডাসকো ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।  বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় নারী, পুরুষ, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার এবং সমতাভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী নারীরা তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।  এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য "For all women and girls: Rights, Equality, Empowerment"-এর আলোকে এই সভায় নারীর অধিকার সংক্রান্ত ১২টি বিষয় নিয়ে আলোচনা করা হয়, যা বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশনে অন্তর্ভুক্ত রয়েছে।  বিশেষ আলোচক হিসেবে ফিল্ড ফ্যাসিলিটেটর সুনীল কুমার রায় বলেন, "নারীর ক্ষমতায়নের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। আর্থসামাজিক উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি কল্পনাও করা যায় না।" তিনি আরও জানান, কোনো নারী যদি সহিংসতার শিকার হন, তাহলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ বা ১০৯ নম্বরে ফোন করে সহায়তা পেতে পারেন। এছাড়া, ডাসকো ফাউন্ডেশনের আওতাধীন ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেল’ থেকেও সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।  সভায় আরও বক্তব্য রাখেন নাটোর ইউনিটের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মো. মুক্তার হোসেন। তিনি নারীদের আইনি সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।  আয়োজকরা জানান, নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।