গত ১৯ মার্চ ২০২৫ তারিখে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) নিবরাছ মুহাম্মদ আলী ত্বালিবের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত বৈঠকের শুরুতেই মান্যবর রাষ্ট্রদূত প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে এলএমআরএ গূরত্বপূর্ণ ভূমিকা রাখায় CEO কে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একইসাথে CEO নিবরাছ মুহাম্মদ LMRA কে সাথে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য মান্যবর রাষ্ট্রদূতসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন।তিনি বলেন, এসব সচেতনতামূলক কার্যক্রমের ফলে অনিয়মিত শ্রমিকদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং দূতাবাসের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে বাংলাদেশী কর্মীরা উপকৃত হয়েছে। এছাড়া তিনি প্রবাসী কর্মীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা এবং বাহরাইনে বসবাসরত অবস্থায় আইন কানুন মেনে চলার জন্য বাংলাদেশ দূতাবাসের ভূমিকার উপর জোর দেন, যা উভয় পক্ষের অধিকার রক্ষা করে একটি স্থিতিশীল কর্মপরিবেশ তৈরিতে অবদান রাখে।
পরবর্তীতে, মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে, বাংলাদেশী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সমূহ LMRA-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেন। বিশেষ করে কর্মীদের দেশে ছুটিতে থাকা অবস্থায় ভিসা বাতিল, সিআর বাতিল করণের ফলে ঐ সিআর এর আওতাধীন কর্মীদের ভিসা বাতিল, কর্মীদের সুরক্ষায় নুন্যতম মজুরী নির্ধারণ এবং LMRA এর New Registration System এর আওতায় নিবন্ধনকৃত কর্মীদের মৃতদেহ দেশে পাঠানোতে সংশ্লিষ্টতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কর্মীদের পক্ষে সমাধানে LMRA এর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। উপর্যুক্ত বিষয়সমূহের ইতিবাচক সমাধানে LMRA এর প্রধান নির্বাহী কর্মকর্তা তার চেষ্টা অব্যাহত রাখবেন মর্মে মান্যবর রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
এ বৈঠকে মান্যবর রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।