বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন বিএনসিসি- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেনা শাখার ক্যাডেট সার্জেন্ট মো: নাহিদ হাসান।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ  পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন বিএনসিসি- জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের সেনা  শাখার ক্যাডেট সার্জেন্ট মো: নাহিদ হাসান। গত রবিবার ( ৫ই জানুয়ারি)  বিএনসিসির "সিইউও" পদের জন্য  বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর  একাডেমিতে   লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়। গত মঙ্গলবার (৭ই জানুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর  একাডেমিতে এক জমকালো  অনুষ্ঠানের মধ্য দিয়ে মো: নাহিদ হাসানকে "সিইউও " র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রমনা রেজিমেন্টের ব্যাটেলিয়ান অ্যাডজুট্যান্ট " মেজর আশরাফুল আলম। " মো: নাহিদ হাসান আগামী ১বছরের জন্য  রমনা রেজিমেন্টের ১ নং ব্যাটালিয়নের ব্রাভো  কোম্পানির " সিইউও"এবং "কোম্পানি অ্যাডজুট্যান্ট"  হিসেবে দায়িত্ব পালন করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেনা শাখা কন্টিজেন্টের  ক্যাডেট সার্জেন্ট মো: নাহিদ হাসান ইংরেজি ভাষা  (আইএমএল) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।তিনি এবছর ব্যাটেলিয়ন ক্যাম্পে অংশগ্রহণ করে সর্বশ্রেষ্ঠ ফায়ারের পুরস্কার অর্জন করেন। বিশেষ এই অর্জনের বিষয়ে মো: নাহিদ হাসান বলেন,"অবশ্যই আমি খুবই আনন্দিত এবং উৎফলিত।আমার এ সাফল্যে যারা বিভিন্নভাবে পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমার দায়িত্ব বেড়েছে।সবাইকে নিয়ে একসাথে বিএনসিসিকে আরও এগিয়ে নিতে চাই । আমার উপর অর্পিত দায়িত্ব যাতে ভালোভাবে পালন করতে পারি এবং আমার মাধ্যমে যেন দেশ ও জাতির সর্বোচ্চ সফলতা আসতে পারে সেজন্য সবার দোয়া প্রার্থী। এছাড়া তিনি বলেন,বিএনসিসির প্রত্যেক ক্যাডেটের স্বপ্ন থেকে যাক  সর্বোচ্চ র‍্যাংক অর্জন করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কনটিজেন্টের (সেনা শাখাকে) আরও সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পারিক বন্ধনের বন্ধনের মাধ্যমে  ক্যাডেটদের ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার চেষ্টা করব।এছাড়াও, বিভিন্ন আন্তঃপ্রতিযোগিতা আয়োজন করে   ক্যাডেটদের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে জাগ্রত করব, যেন তারা বিভিন্ন ক্যাম্পিং -এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  সম্মান বয়ে আনতে সক্ষম হয়।" উল্লেখ্য, মো: নাহিদ হাসান ১টি ব্যাটেলিয়ন  ক্যাম্প, ১ টি শীতকালীন মহড়া (সেনা শাখা) ও ১টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, জবিতে বিভিন্ন দিবস, ভর্তি পরীক্ষার ডিউটি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।