বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে তৃণমূল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলা সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আজ ১৪ জুলাই ২০২৫ গৌরবময় ১৩ বছর অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে সারাদেশজুড়ে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

২০১৩ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত বিএমএসএফ আজ দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর এমনকি আন্তর্জাতিক পর্যায়েও সাংবাদিকদের বৃহৎ প্রতিনিধিত্বশীল সংগঠনে পরিণত হয়েছে। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি মফস্বল সাংবাদিকদের কণ্ঠস্বর শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
 কার্যক্রম ও অর্জন:
 আইন সহায়তা
সংবাদ প্রকাশের কারণে হয়রানির শিকার সাংবাদিকদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান।
 প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
সংবাদ লেখার কৌশল, ডিজিটাল নিরাপত্তা, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এবং নেতৃত্ব বিকাশে ধারাবাহিক প্রশিক্ষণ।
 চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা
অসচ্ছল ও দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিকদের চিকিৎসা সহায়তা এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচি।
 গঠনতান্ত্রিক কাঠামো
সারাদেশে ৩ শতাধিক উপজেলা ও জেলা শাখা, সদস্য সংখ্যা প্রায় ২২ হাজার; বিদেশেও রয়েছে ৬টি শাখা।
জার্নালিস্ট শেল্টার হোম
ঢাকার বাইরে থেকে আগত সাংবাদিকদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা — মাত্র ৩০০ টাকায়।
 সহযোগী সংগঠন
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি (২০১৯ সাল থেকে কার্যকর) বিএমএসএফের সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে।
মাসব্যাপী কর্মসূচি:
১. নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন
২. চা-চক্র সংলাপ ও ১৪ দফা দাবির পাঠ
৩. সাংবাদিক সম্মাননা-২০২৫
৪. সাংবাদিক নৈতিকতা ও নিরাপত্তা সেমিনার
৫. পেশাগত প্রশিক্ষণ ও ওয়ার্কশপ
৬. পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ
৭. প্রীতি ফুটবল ম্যাচ
৮. কেন্দ্রীয় বর্ষপূর্তি অনুষ্ঠান — ৩০ জুলাই, নয়াপল্টন, ঢাকা
 চেয়ারম্যানের বক্তব্য:
বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
“বিএমএসএফ কেবল একটি সংগঠন নয়; এটি দেশের গণমাধ্যমকর্মীদের স্বপ্ন, অধিকার ও আত্মমর্যাদার প্রতীক। আমরা সাংবাদিকদের পেনশন, চিকিৎসা তহবিল, আবাসন সুবিধা ও প্রশিক্ষণ আরও বিস্তৃত করব।”
তিনি আরও বলেন,
“সাংবাদিক বাঁচলে গণমাধ্যম বাঁচবে; আর গণমাধ্যম বাঁচলেই গণতন্ত্র রক্ষা পাবে। তাই এই আন্দোলন আমাদের অস্তিত্বের অংশ।”
আইনগত ভিত্তি ও আন্তর্জাতিক স্বীকৃতি:
বিএমএসএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধনপ্রাপ্ত একটি সংগঠন (নিবন্ধন নং: ০৬/২০২২)।
এছাড়া, সংগঠনটির কপিরাইট নম্বর: ২৫৮৪৪/২০২২।
বিএমএসএফ এ্যাবজার (Alliance of Bangladesh Journalist Organization)–এর একটি সহযোগী সংগঠন।
গণমাধ্যমের প্রতি আহ্বান:
সাংবাদিকদের জন্য বরাদ্দ এ ঐতিহাসিক বার্ষিকী ও কর্মসূচিকে সব প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক ও স্যাটেলাইট মিডিয়ায় যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার করার আহ্বান জানিয়েছে বিএমএসএফ। বিশেষ করে ১৫ ও ৩০ জুলাইয়ের মূল অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ কাম্য।
যোগাযোগ:
আহমেদ আবু জাফর
চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বিএমএসএফ
 ০১৭১২-৩০৬৫০১