বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে আব্দুল খালিক (৬৩) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ১২ জানুয়ারি সন্ধ্যায় থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুক খালিক বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকার রজিব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০২০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের রয়েছে।
জানা গেছে, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ উজ্জামানের নেতৃত্বে এসআই কাজী আশরাফুল হক, এএসআই আব্দুল হামিদ, এএসআই মনিরুজ্জামান, এএসআই দিদার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল খালিককে গ্রেপ্তার করেছে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামী আব্দুল খালিকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সে এই মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। থানা পুলিশ ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।