সাতক্ষীরা জেলার বুধহাটায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বুধহাটা ফারুক সুপার মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী নিউ সিটি গোল্ড হাউস এন্ড কসমেটিকসের স্বত্বাধিকারী ফারুক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার শেখ আরিফুজ্জামান। ভার্চুয়ালি শাখাটি উদ্বোধন করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হামিদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা ব্রাঞ্চের রিজওনাল অফিসার মাসুম বিল্লাহ, জুনিয়র অফিসার রাজিব হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, সাংবাদিক ইয়াসিন আরাফাত, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মোঃ বাবুল হোসেন (বাবু), ব্যবসায়ী ধর্মরাজ দেবনাথ, রেজাউল ইসলাম রিজু প্রমুখ।