দিনাজপুরের খানসামা উপজেলায় বুরাখাঁ পীরের মেলা বন্ধের দাবিতে দফায় দফায় মানববন্ধন করে যাচ্ছে খানসামা উপজেলা সচেতন নাগরিক কমিটি ও উপজেলার সর্ব স্তরের সচেতন মানুষ৷
বুরাখাঁ পীরের মেলা বিগত কয়েক বছর ধরে খানসামা উপজেলায় আয়োজন করা হতো৷ তবে এ মেলায় বিগত বছর গুলোতে  অশ্লীলতা, জুয়া, মাদকদ্রব্যসহ আরো বিভিন্ন প্রকার কর্মকাণ্ডের কারণে সচেতন নাগরিক কমিটি ও উপজেলার সর্ব স্তরের মানুষের প্রতিবাদের জন্য মেলার আয়োজন করা হয়নি৷ আজ ১১ই ফেব্রুয়ারী উপজেলা চত্বরে সচেতন নাগরিক কমিটি ও উপজেলার সর্ব স্তরের মানুষ মেলা বন্ধের দাবি নিয়ে অবস্থান করে এবং মেলা কমিটি মেলা চালু থাকার দাবিতে অবস্থান করে৷