ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান এর বর্ষপূর্তিতে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, জিয়া ফাউন্ডেশন এর আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় তানোর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি তানোর থানার মোড়ে গিয়ে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার হাজার হাজার কর্মী সমর্থক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় তানোর ও মুন্ডমালা পৌর বিএনপি'র নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। শোভাযাত্রা পরবর্তী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে পতিত শেখ হাসিনা সরকারের দোসররা নানামুখী ষড়যন্ত্র করছে। তিনি সকল কর্মী সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেন, কারো ষড়যন্ত্রে পা দেয়া যাবে না। সাধারণ মানুষের পাশে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আগামী দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিবেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি আরো বলেন, কোন নেতাকর্মীর দ্বারা যেন সাধারণ মানুষ কষ্ট না পায়। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, উপজেলা তাপী দলের সভাপতি বদের আলী, পৌর বিএনপি'র আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, পৌর যুব দলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক আমিনুর ইসলাম রানাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।