নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকা থেকে মোজাম্মেল হোসেন নামের এক অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করেছে র‍্যাব

নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকা থেকে মোজাম্মেল হোসেন নামের এক অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে ১টি এলজি উদ্ধার করা হয়েছে।

গতকাল দুপুরে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর সদস্যরা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ১টি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে,  মোজাম্মেল হোসেন (৩৫)সহ অপরাপর আসামীরা অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ এলাকাবাসীর উপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজী করে আসছে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।