বেতন-ভাতা ও রাজস্বখাতে স্থানান্তরসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে নাটোরে মানববন্ধন করেছেন প্রাণিসম্পদ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানরা। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক টেকনিশিয়ান অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে মাঠপর্যায়ে কাজ করা টেকনিশিয়ানরা প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে। অথচ তারা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত। গত ৯ মাস ধরে তাদের কোনো বেতন নেই, ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। বক্তারা আরও বলেন, তারা প্রাণিসম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সব দায়িত্ব পালন করলেও চাকরির নিশ্চয়তা ও অর্থনৈতিক নিরাপত্তা নেই। দ্রুত তাদের বেতন, বোনাসসহ অন্যান্য সুবিধা নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন টেকনিশিয়ান আবু তাহের গাজী, মো. খায়রুল ইসলাম, সুলতান মাহমুদ, মো. নজরুল ইসলামসহ আরও অনেকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা সরকারি রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো তাদের দাবির কোনো বাস্তবায়ন হয়নি।