দেশের চলমান পরিস্থতির মধ্যেই বেনাপোলের বিপরীতে ভারতের পেট্টাপোল সীমান্তে  বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সেক্টর  পর্যায়ে সীমান্ত সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে পেট্রাপোল সীমান্তের আইসিপির  সম্মেলন পক্ষে এই বৈঠক শুরু হয়।                        বিজিবি’র খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টর এর মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

 বিজিবি ও বিএসএফের উচ্চ পর্যায়ের এর সীমান্ত বৈঠকে   বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসারসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
 অপরদিকে, বিএসএফ'র কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার এর নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ'র প্রতিনিধিদল সীমান্ত বৈঠকে অংশগ্রহণ করেন। বিজিবি ও বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান বিজিবি।