আগামী ১ (এক) বছরের জন্য সুপ্রভাত সমাজ কল্যাণ সংস্থা, দ্বিতীয়বার বেরোবিতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলো।লালমনিরহাট জেলার হাতিবান্ধায় উপজেলায়, কয়েকজন তরুণ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থা আজ দেশব্যাপী স্বগৌরবে সমভাবে ব্যাপিত। ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি মানবতার কল্যাণে সর্বদা পাশে থেকেছে। বেরোবিতে সংগঠনটির আত্মপ্রকাশ অক্টোবর ২০২২ সালে প্রথম কমিটি দেয়ার মাধ্যমে।নবগঠিত কমিটির সভাপতি মোঃ তুহিন রানা, মর্নিং পোস্ট কে বলেন সকলের ভালোবাসা ও সিক্ততায় আজ দ্বিতীয় বার কমিটি দেয়া হয়েছে। উক্ত কমিটিতে গুরুদায়িত্ব হিসেবে সভাপতি পদ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি, গোলাম মাহমুদ ভাইয়ের প্রতি (প্রতিষ্ঠাতা, সুপ্রভাত)। পূর্বের ন্যায় আগামীতেও আত্মমানবতার কল্যাণে সংগঠণটি যথাসাধ্য কাজ করবে, ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।সাধারণ সম্পাদক মোঃ রিফাত হোসেন রাফি, মর্নিং পোস্ট কে বলেন, আমাদের সংগঠন "সুপ্রভাত" দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। এই সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং আজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের একটি বড় সম্মান।কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতিঃ ১) মুহাইমিনুল মাসুদ আলভি (EEE), ২) শাহরিয়ার ফেরদৌস সরণ (CSE), ৩) মোঃ সাজেদুল ইসলাম মোল্লা (MCJ), ৪) মাহফিজ উল-আলম (EEE), ৫) আহসান হাবিব (EEE), ৬) মাহিন ভাশদীদ (EEE), ৭) হোযাইফা হোসেন (PHY)যুগ্ম-সাধারণ সম্পাদকঃ ১) রিমন বেপারি (PHY), 2) রিয়াদুল ইসলাম পলাশ (MIS), 3) মোঃ ইমরোজ সরকার (EEE), 4) মাহিন আহমেদ (MGT),সাংগঠনিক সম্পাদকঃ ১) মোঃ সুমন হোসেন (MIS), ২) আল মাহমুদ লিটন (MIS), ৩) মোঃ পলাশ ইসলাম (EEE)কোষাধ্যক্ষঃ সাদমান সজীব (MKTক্রীড়া-বিষয়ক সম্পাদকঃ ১) ফরিদ শাহ (FIN), ২) সজীব উদ্দীন (FIN, ৩) মোঃ সামিউল ইসলাম (GES), ৪) শিমুল বিশ্বাস (EEE), ৫) আফ্রিদি হাসান দিপু (PHY)তথ্য-বিষয়ক সম্পাদকঃ ১) রুবায়েদ হাসান (EEE), ২) জাকির জীম (BAN)নারী উন্নয়ন ও নারী শিক্ষা বিষয়ক সম্পাদক: ১) আসমাউল হুসনা লামিয়া (PHY), ২) সুমাইয়া স্বর্ণা (PHY)শিক্ষা-বিষয়ক সম্পাদকঃ১) সাদমান সাকিব (CSE), ২) মোঃ মাহবুবুর রহমান (EEE), 3) ফয়সাল আহমেদ (CHE)প্রচার-বিষয়ক সম্পাদকঃ মোঃ আলমগীর সরকার (DM)মানবাধিকার-বিষয়ক সম্পাদকঃ১) মোঃ দিদারুজ্জামান (EEE), ২) মোঃ মিঠু (PHY) চিকিৎসা-বিষয়ক সম্পাদকঃ তানভীর আহমেদ দিদার (AIS)ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকঃ ১) শামসুল আলম সৃজন (AIS), ২) মোঃ তারেক (BAN), ৩) শাহেদ হাসান (PHY),৪) আশিদুল ইসলাম আশিক (ECO), ৫) আল ওয়াকিম শেখ (GDS)সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ মাসুদ রানা (AIS)কার্যকরী সদস্যবৃন্দঃ ১) হাসানুর রহমান (PHY), ২) সমৃদ্ধ বড়ুয়া (PHY), ৩) মোঃ সানজিদ সরকার স্মরণ (PAD), ৪) দেলোয়ার হোসেন সাঈদী (MGT), ৫) শরিফুল ইসলাম (POL), ৬) শাহরিয়া হাসান লিংকন (FIN), ৭) মোঃ শাফায়েত হোসেন শুভ (MKT), ৮) শেখ ওমর ফারুক জিহাদ (MKT), ৯) মোঃ তাহা মিয়া (ENG), ১০) আশরাফুল ইসলাম রবু (AIS), ১১) মান্নান আলী (AIS)সুপ্রভাত সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে।সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যঃআমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে সবাই সমান সুযোগ পাবে, যেখানে কেউ অবহেলিত থাকবে না। আমরা বিশ্বাস করি, একটি মানবিক সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।