নিহত আশিক মুন্সিরচর গ্রামের মো. বাদল মিয়ার ছেলে এবং মোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খোরশেদুজ্জামানের ভাতিজা। তিনি গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা খারাপ হওয়ায় এ বছর পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে বোনের জন্য ওষুধ কিনতে আশিক মোটরসাইকেল নিয়ে নন্দির বাজার যাচ্ছিলেন। পথে কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুন্সিরচর এলাকার ইউপি সদস্য সাজু মিয়া জানান, “আমরা রাত ১১টার দিকে বাজারে বসেছিলাম। এ সময় একজন দোকানদার দোকান বন্ধ করে নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ উদ্ধার করে আশিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। যেখানে মরদেহ ছিল সেখানে কিছু কাঠের আসবাবপত্র পড়ে থাকতে দেখা গেছে।”
তিনি আরও জানান, আশিক তার বোনের জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তিনি প্রাণ হারান।
শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে যুবক আশিকের মৃত্যু হয়েছে।