ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ২০২৪-২৫ অর্থ বছরে রোপা আমন এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তায় জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, নারিকেলের চারা,  হাইব্রিড মরিচের বীজ, আম, লেবু, সবজি বীজ বিতরণ করা হয়েছে।  এছাড়াও ফলজ, বনজ ও ঔষোধী গাছের ছাড়া বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরাম হোসেনের সভাপাতিত্বে  প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ মোশারফ হোসাইন। অনুষ্ঠানে  ১ হাজার ৪শ কৃষকের মাঝে  জনপ্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এবং  ২শ জন কৃষক ও   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার নারিকেল গাছের চারা  বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও ৭০ জন কৃষক ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি আমের গাছের চারা, ৭০ জন কৃষক ও   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি আম গাছের চারা, ৭০ জন কৃষক ও   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০টি লেবুর গাছের চারা ও ৩৫০টি মরিচের বীজ ও ৩৫০ প্যাকেট সবজি বীজ  বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা টেলিভিশন জেনালিষ্ট এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা উদিচির সভাপতি মোজাম্মেল পাঠান প্রমূখ।