কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে তিনটি যমজ পুত্রসন্তান প্রসব করেছেন হাসিনা বেগম (৩৫) নামের এক নারী। এই বিরল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসিনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের কৃষিশ্রমিক ওলি মিয়ার স্ত্রী। এর আগেও তাদের ঘরে তিনটি পুত্রসন্তান রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে প্রসব ব্যথা নিয়ে হাসিনা বেগম ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং রাত সাড়ে ৮টায় সফলভাবে একে একে তিনটি সন্তান প্রসব করানো হয়।
নবজাতকদের বাবা ওলি মিয়া বলেন,
আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন, এতে আমরা খুশি। কিন্তু আমি দিনমজুর হিসেবে কৃষিকাজ করে কোনো রকমে সংসার চালাই। আগেও তিনটি ছেলে আছে। এখন ছয়টি সন্তান নিয়ে কীভাবে তাদের খরচ চালাবো, দুধ-পোশাক-ওষুধের খরচ মেটাবো, সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছি।
প্রসবের পর আবেগাপ্লুত হয়ে হাসিনা বেগম বলেন, আমি ভাবতেও পারিনি তিনটা সন্তান হবে। যখন একে একে ডাক্তার-নার্সরা তিনটি ছেলে কোলে তুলে দিল, তখন চোখে পানি চলে এলো। খুশি তো হয়েছি, তবে চিন্তাও কম নয়। আল্লাহর কাছে দোয়া করি, যেন সবাই ভালো থাকে।
হলিটাচ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম বলেন, হাসিনা বেগম প্রসব ব্যথা নিয়ে আমাদের হাসপাতালে আসলে আমরা প্রয়োজনীয় পরীক্ষা করি এবং তিনটি বাচ্চা থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে সিজার করে সফলভাবে তিন নবজাতককে বের করি। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু আল্লাহর রহমতে সফল হয়েছি।
তিনি আরও বলেন, ওই পরিবারটি অস্বচ্ছল হওয়ায় আমরা হাসপাতাল থেকে মানবিক সহায়তা দিয়েছি এবং চেষ্টা করবো ভবিষ্যতেও পাশে থাকতে। আমরা চাই সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এই শিশুদের জন্য।