আজ ভৈরব থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পঞ্চবটি এলাকা থেকে ১১০ পিস ইয়াবা সহ জাহাঙ্গীর নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে। একই সময়ে বঙ্গবন্ধু সরণি এলাকা থেকে জুয়েল নামে এক মাদক ব্যবসায়ীকে ৭০পিস ইয়াবাসহ আটক করে।
এসআাই মোঃ আলমগীর সঙ্গীয় ফোর্স সহ ভৈরব থানাধীন বঙ্গবন্ধু সরনি হতে ভৈরবপুরের হাবিব মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া(৩১)কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্দ নগদ ২,৩০০/- টাকা উদ্ধার করে।
এদিকে এসআাই মোঃ মাহবুব উল্লাহ সরকার সঙ্গীয় অফিসার ভৈরব থানাধীন পঞ্চবটি পুকুরপাড় হতে সাহজাহান মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া (৪১)কে সাং-পঞ্চবটি পুকুরপাড় (জনাব আলী স্কুলের সাথে, ভাসমান), থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জ এর নিকট হতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।