চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবিতে) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ভৈরব স্টুডেন্টস এসোসিয়েশনের (২০২৩-২৪) কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী মাসুদ রানা ও সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান । সাংগঠনিক সম্পাদক মো. মিশেল ও অর্থ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী রোমান। গত ১০ই মার্চ ভৈরব স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি জেলা ও দায়রা জজ জনাব হেলাল উদ্দিন  কার্যকরী কমিটি ঘোষণা করেণ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বেনু কুমার দে, উপ-উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, পদার্থ বিদ্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ-সভাপতি নাজমুন নাহার লিজা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভৈরব স্টুডেন্টস' এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ভৈরব সমিতির  সভাপতি দুলাল মাহমুদ (ওসি কর্ণফুলী থানা)", সাধারণ সম্পাদক " আহমেদ সোহেল (ইন্সপেক্টর,চট্টগ্রাম ) তারিক জামান,  মো. নবী", মনুজ, ফজলুল হক,জনাব রনি,  মোঃ আজিম উদ্দিন  মাহমুদুল হাসান রূপকসহ গুন্যমান্য ব্যাক্তিবর্গ।