সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, আমদানি হওয়ায় সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম অন্তত ৪০০ টাকায় নেমে আসবে।

ঈদের টানা ৫দিন ছুটির পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। ছুটি কাটিয়ে কার্যক্রম শুরুর প্রথম দিনেই ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে ঢুকেছে। রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ৬টি ভারতীয় কাঁচা মরিচ ভর্তি ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢোকে।  ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, মোট ৬টি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। এসব ট্রাকে প্রায় ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। প্রতি ট্রাকে ১০ থেকে ১২ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে।
 
তিনি আরও বলেন, সন্ধ্যার আগে আরও কয়েকটি কাঁচা মরিচের ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করতে পারে। আমদানিকৃত কাঁচা মরিচ জেলার বাইরে পাঠানোর জন্য বাংলাদেশি ট্রাকে লোড করা হচ্ছে। কাঁচা মরিচের আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে। ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন, সকাল থেকে কয়েকটি কাঁচা মরিচের ট্রাক বন্দরে প্রবেশ করেছে। ধীরে ধীরে আরও আসবে। একটু সময় লাগবে।
 
সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, আমদানি হওয়ায় সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম অন্তত ৪০০ টাকায় নেমে আসবে। বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী দেশের কাঁচা মরিচের দাম। কোন কোন জেলায় মরিচের কেজি ছাড়িয়েছে ১ হাজার টাকা। মরিচের ঊর্ধ্বমুখী এ বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন থেকে মরিচ আমদানির অনুমতি দিয়েছে। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল মরিচ আমদানি। তবে ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও দেশে এলো আমদানিকৃত কাঁচা মরিচ।