শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চরভাগা বাঁশতলা এলাকায় শুক্রবার বিকেলে হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় একটি মার্কেটের অন্তর্ভুক্ত ৫টি দোকান আংশিকভাবে উড়ে যায়। তবে আশার কথা, এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝড়ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—শুক্কুর আলী ইলেকট্রনিকস, ফরিদ ইভেন্ট, আব্দুস সালাম ফার্মেসি, সেলিম চটপটি এবং জাহাঙ্গীর চায়ের দোকান। দোকানগুলো আলমগীর হাওলাদারের মালিকানাধীন একটি স্থানীয় মার্কেটের অধীনে পরিচালিত হচ্ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়টি খুব অল্প সময়ের জন্য হলেও ছিল অত্যন্ত তীব্র। বাতাসের তীব্রতায় দোকানগুলোর টিনের ছাউনি ও কাঠের কাঠামো ভেঙে পড়ে বা উড়ে যায়। তবে দোকান মালিকদের দ্রুত সাড়া ও উপস্থিত মানুষের সতর্কতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
মার্কেটের মালিক আলমগীর হাওলাদার বলেন, “ঝড়ের কারণে কিছু দোকানে সামান্য ভাঙচুর হয়েছে। তবে আল্লাহর রহমতে কেউ আহত হয়নি এবং দোকানগুলোর ভেতরের মালপত্রও নিরাপদ রয়েছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দোকান মালিকরা দ্রুত সংস্কার কাজ শুরু করেছেন বলে জানা গেছে।