ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম মোল্লা। ঢাকা দোহারের ছোরহাব বেপারী ফরিদপুরে ঝাউকান্দা ফসল জমি জমি দেখতে ছোরহাব বেপারী গতকাল৯ই মে নিখোজ হন

ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম মোল্লা। ঢাকা দোহারের ছোরহাব বেপারী ফরিদপুরে ঝাউকান্দা  ফসল জমি জমি দেখতে ছোরহাব বেপারী গতকাল৯ই মে  নিখোজ হন।
জানা গেছে,ঢাকা জেলা দোহার উপজেলায় মামুদপুর ইউনিয়নের হরিচন্ডী গ্রামের মৃত্যু মহিউদ্দিন বেপারী ছেলে ছোরহাব বেপারী ফরিদপুরের দিয়ারা ঝাউকান্দায় ফসলি জমি জমি দেখতে এসে মৃত্যু ঢাকার দোহারে হরিচন্ডী গ্রামের মহিউদ্দিনের ছেলে ছোরহাব বেপারী নিখোজ রয়েছে।৯ইমে সকাল সাড়ে দশটায় টলার যোগে ফরিদপুরে দিয়ারা ঝাউকান্দা এর সাথে লিমনসহ ফসলী জমি দেখতে এসে  নিখোজ। ছোরহাব বেপারীর দুটি ফোন নাম্বার একটি একটি সচল অন্য টি বন্ধ  ফোন নাম্বার দুটি ০১৩২৭৯৮০৯৬০ও০১৭৫৬১২০৭০৩ 
এ ব্যাপারে ৯৯৯ ফোন করলে চরভদ্রাসন থানা থেকে এসআই মাহমুদের নেতৃত্বে একদল চৌকশ  প ুলিশ ঘটনাস্থলে যান সাথে নিখোঁজ ছোরহাব ব্যাপারী পরিবারের ব্যাপারীর পরিবারের লোকজন নিয়ে ব্যাপক তল্লাশি করে।চরভদ্রাসন থানা পুলিশ  ফোন কলের সিডিয়ায়  চেকিং  চর মামুদপুরের চর বৈঠা অবস্থান দেখায়।
 কুদ্দুস মেম্বার সাথে ছোরহাব বেপারীর সাথে পানি খেতে যান। তবে ছোরহাব বেপারীর নিখোজের ভাই একটু দুরে  শেষে ফোন সঙ্গীও  করলে শেষে তার অবস্থান 
পরিবারের পক্ষ থেকে একাধিক ড্রোন ক্যামেরা দ্বারা, এবং হেলিকপ্টার দিয়ে ব্যাপক তল্লাশি  এবং ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা তার এলাকার লোকজন দিয়ে তল্লাশি করছে। তিনি আরো জানান, এ অভিযান আরো অব্যাহত থাকবে। 
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউললাহ খান ঘটনা স্থলে সরজমিন যান।এবংচরভদ্রাসন থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।