গত ৮ মে দেশের একটি জাতীয় দৈনিক মানবজমিন  পত্রিকায় "ভোলাগঞ্জের লুটে বেপরোয়া বাহার" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী 
রোববার বিকাল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পুর্ব ইসলাম পুর ইউ /পির  দয়ার বাজার পয়েন্টে বিকেলে এই প্রতিবাদ সভা  হয়ছে । 
এতে জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার নাম উল্লেখ করে,উপস্থিত জনসাধারণ বলেন  পাথর লুটপাটের অভিযোগ এনে সংবাদ প্রকাশ করায় এলাকাবাসীর পক্ষ হতে নিন্দা, ক্ষোভ,প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি বি,এন,পি নেতা শওকত আলী বাবুল,  সাবেক ছাত্রদল নেতা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক  তরুণ ব্যবসায়ী রুহেল আহমেদ বাহার ,উপজেলা যুবদল নেতা রজন মিয়া, সাবেক ছাত্রদল নেতা মোস্তাকিম ফরহাদের বিরুদ্ধে পাথর লুটপাটে জড়িত শিরোনামে সংবাদ প্রচার হয়। এহেন সংবাদ প্রচারে  এলাকাবাসী মনে করেন রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট,সংবাদ সরবরাহ করে সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে সংবাদ প্রচার করা হয়েছে যা অদৌ সত্য নয়।

প্রতিবাদ সভায় বক্তারা পাথর অধ্যুষিত কোম্পানীগঞ্জের সবধরনের সংবাদ প্রকাশে তথ্যবহুল,সত্য ন্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। অন্যথায় সকল অপপ্রচারে কুচক্রী মহলের ভুল সংবাদ উপস্হাপনের উপযুক্ত  জবাব দিতে প্রস্তুুত এলাকার জনসাধারণ ।