চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার আওতাধীন হযরত বাঁচা শাহ (রহঃ) ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণ, বাণীয়ে জশনে জুলুস আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মোহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)'র সালানা ওরশ মোবারক, পবিত্র খতমে গাউসিয়া শরীফ, পবিত্র দাওয়াতুল খায়র মজলিস, মরহুম পীর ভাই-বোনদের ঈসালে সওয়াব ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার (৪ জুলাই) পূর্ব রাউজান হযরত বাঁচা শাহ (রহঃ) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার সিনিয়র আরবি মুদাররিস হযরতুলহাজ্ব আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মাওলানা রবিউল হাসান রিয়াদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের।
এতে প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুলতানপুর নুর কাইয়ুম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাইফুল ইসলাম নেজামী। বিশেষ আলোচক ছিলেন চিকদাইর হযরত নেয়াজ গাজী শাহ সুন্নিয়া দাখিল মাদরাসার সিনিয়র আরবি মুদাররিস মাওলানা মোহাম্মদ ইলিয়াস তাহেরী।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ফকির তকিয়া সদর শাখার সভাপতি মোহাম্মদ সৈয়্যদ মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ এমরান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম ওসমান গণি, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল হোসেন সম্রাট, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক মোহাম্মদ সাহেদুল আলম, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা আজগর হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন হিরণ প্রমুখ।
পরিশেষে মিলাদ ক্বিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে সকলের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।