মাহে আলম মাহী, ভোলা প্রতিনিধি: ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতু ও ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৫ দফা দাবীতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 

৭ই মে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকেরহাট কো-অপারেটিভ কলেজের সামনে এ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাস সংযোগ দেওয়া ভোলাবাসীর দীর্ঘদিনের দাবী। বার বার আমাদের আশ্বাস দিয়ে আসলেও দাবী পূরণ করা হচ্ছে না। 

অতিদ্রুত আমাদের এ দাবী মেনে না নিলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যাব বলে হুশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা৷