ভোলা-চরফ্যাশন রুটে যাত্রীসাধারণের সুবিধা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করেছে ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতি

ভোলা-চরফ্যাশন রুটে যাত্রীসাধারণের সুবিধা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করেছে ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যাত্রীসাধারণের সুবিধার্থে পূর্ব নির্ধারিত ভাড়া বাতিল করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা শনিবার (১০ মে ২০২৫) থেকে কার্যকর হবে।
ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বাচ্চু মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী সেবার মান উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে ভাড়া হ্রাসের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোলা থেকে চরফ্যাশন রুটের পূর্ব নির্ধারিত ভাড়া ১৮০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোলা থেকে লালমোহন রুটে বাস ভাড়া ১২০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। এছাড়া, ভোলা থেকে বোরহানউদ্দিন রুটের ভাড়াও ৬০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল চালক, হেলপার এবং কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন ভাড়া রুটিন মাফিক কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেছে বাস মালিক সমিতি।
এদিকে বাস মালিক সমিতির এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে স্বস্তির ছোঁয়া মিলেছে বলে মন্তব্য করেছেন নিয়মিত যাত্রীরা।