পিরোজপুরের মঠবাড়ীয়ায় আজ ১৬ ডিসেম্বর-২০২৪ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক সরকারী কর্মসূচীতে সর্বস্তরের জনসাধারন স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। দিবসের কর্মসূচীর মধ্যে প্রত্যুষে সকাল ৬.০০টায় তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ৬-৩০টায় শহীদদের স্বরণে মঠবাড়ীয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।তার সাথে সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলামসহ সকল কর্মকর্তা অংশ গ্রহণ করেন। পৌর সভার পক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম ও পৌর নির্বাহী কর্মকর্তা মো: হারুন অর রশিদের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করেন।পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইন চার্জ জনাব ও ওসি তদন্ত আ: হালিম এর নেতৃত্বে একটি দল পুস্পমাল্য অর্পণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদীদল ( বিএনপি) এর পক্ষে আহবায়ক,শামীম মৃধা ও পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব কে,এম হুমায়ুন কবির এবং সদস্য সচিব জাতীয়তাবাদীদল (বিএনপি) আবু বকর সিদ্দিক বাদল এর নেতৃত্বে পৃথক পৃথক পুস্পমাল্য অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংস্হা, সামাজিক প্রতিষ্ঠান গুলো পুস্পমাল্য অর্পণ করেন। এই প্রথমবার নুতন আত্ম প্রকাশকৃত বাংলাদেশ প্রেসক্লাব,মঠবাড়ীয়া শাখার সিনি: সহ সভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজ ও সাধারন সম্পাদক মো: আইউব আলী হাওলাদার এর নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। সকাল ৯-০০টায় উপজেলা পরিষদ মাঠে পুলিশ,আনসার, ফায়ার সার্ভিসের চৌকস দলের কুচকাওয়াজ ও জাতীয়সংগীত পরিবেশনের মধ্যেদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তলোন করা হয়। জাতীয় পতাকা উত্তলোন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম। সকাল ১০টায় মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদে বিজয়মেলার আয়োজন করা হয়।মেলার ষ্টলগুলো উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ম,সহকারী কমিশনার(ভূমি) রাইসুল ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ পরিদর্শণ করেন। এই প্রথমবারের মত বিজয় দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মসূচী পালন করেছেন।