বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে পটিয়া যাচ্ছিল এমন একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির হেডলাইট কভারের ভিতর বিশেষ কৌশলে লুকানো ইয়াবা পাওয়া যায়।
আটককৃতরা হলেন ট্রাকচালক মো. আব্দুল কাশেম (৫৭), পিতা- মৃত নুর আহম্মদ, গ্রাম- পাগলি ছড়ি, থানা- ভূজপুর, চট্টগ্রাম এবং তার সহযোগী মো. নুরুল হক (৫৮), পিতা- মৃত ছাবের আহম্মদ, গ্রাম- কচুয়াই, থানা- পটিয়া, চট্টগ্রাম।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান রোধে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।