কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই আসামীকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে মরিচ্যা চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— সিএনজি চালক গিয়াস উদ্দিন (২৬), পিতা- জাফর আলম এবং যাত্রী জাগির (২০), পিতা- সৈয়দ হোসেন। দুজনেরই ঠিকানা কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রইক্ষং এলাকায়।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা মাদকের বিষয়ে কিছু অস্বীকার করে। পরে সিএনজি’র সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

রামু ব্যাটালিয়ন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।