আজ মঙ্গলবার গুলশানের নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি’র পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান (অঃদাঃ) এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ও সিওও মো: আসাদুল ইসলাম স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
সমঝোতা অনুযায়ী মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রথম ধাপে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। স্বল্পমূল্যে সেবা প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এটি বিশ্বমানের কিডনী চিকিৎসা ও প্রতিস্থাপন সুবিধাসহ পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপ নেবে।
প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে সব ধরনের সহায়তা প্রদান করবে।” তিনি আরও বলেন, “আমরা সমতার সমাজ নয়, বরং একটি ন্যায্য সমাজ গড়তে চাই। ফিলানথ্রপিক মডেলে ঢাকাকে ন্যায্য শহর হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, প্রবাসীদের উদার সহায়তায় ফাউন্ডেশনটি দেশে চিকিৎসা খাতে কার্যকর অবদান রাখছে।
এছাড়া মো: আসাদুল ইসলাম উপস্থাপনার মাধ্যমে ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন সেবা চালুর রূপরেখা তুলে ধরেন।
অনুষ্ঠানে ডিএনসিসি ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কিডনী বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।