গত ২৯/০৮/২০২৫খ্রি. কক্সবাজার জেলার মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন গুমগাছতলা এলাকায় চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলা ও অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামী ১। আনসার উল্লাহ (২৩), পিতা-মোঃ ইসমাইল, সাং-ছামিরাঘোনা, ০৭নং ওয়ার্ড, এ/পি-পূর্ব আধারঘোনা, কালারমারছড়া ইউপি, থানা-মহেশখালী, ২। দেলোয়ার হোসেন (২৬), পিতা-আবুল হোসেন, সাং-সমিতির পাড়া, ০১নং ওয়ার্ড, , থানা-কক্সবাজার সদর, উভয় জেলা-কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করে ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করে মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ পূর্ব আধারঘোনা এলাকা থেকে আসামীদের দেখানো মতে ০১ (এক) টি দেশীয় তৈরী সচল একনালা বন্দুক, ০১ (এক) টি এলজি এবং ০২ (দুই) টি কাতুর্জ উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।