এসআই (নিঃ)/মোঃ আছাদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে

এসআই (নিঃ)/মোঃ আছাদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। আজিজ (৪৭), পিতা- মৃত আমির হোসেন, ২। আব্দুল কুদ্দুস (৪৫), পিতা-মৃত মোস্তাক আহম্মেদ, উভয় সাং- হাকিমপাড়া (রোহিঙ্গা ক্যাম্প-১৪), থানা- উখিয়া, জেলা-কক্সবাজার দ্বয়কে আটক করেন। জিজ্ঞাসাবাদে তাহারা হাকিমপাড়া (রোহিঙ্গা ক্যাম্প-১৪) হইতে মাগুরায় আসার কথা জানায় এবং বিশেষ কায়দায় তাহাদের পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মাগুরায় জরুরী বিভাগে নিয়া কর্তব্যরত ডাক্তার এর মাধ্যমে আল্ট্রাসোনো করিয়া নিশ্চিত হওয়ার পরে ওয়াশ করিয়া আসামীদ্বয়ের পেটের ভিতর থেকে সর্বমোট ১৬৩০ (এক হাজার ছয় শত ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।