টঙ্গীতে ভুয়া আইডি থেকে হুমকি ঘরে ফেরার সময় মাথায় হেলমেট নিয়ে ঘুরাফেরা করিস, নয়তো এবার আর মাথা রাখবো না’ বিএনপি নেতার নামে ফেসবুকে ভূয়া আইডি খুলে এমন হুমকি ও এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। একই আইডি ব্যবহার করে ফেসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন ব্যক্তির কাছে মোটা অঙ্গের চাঁদাও দাবি করা হচ্ছে।
‘Jahangir Vender’ নামীয় ওই আইডির প্রোফাইলে ডেভলপার কোম্পানির ঘরের গ্রাফিতির ওপর লেখা রয়েছে ‘দলিল লেখক’। এ আইডি দিয়ে টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো: জাহাঙ্গীর আলমকে বুঝানো হয়েছে।
তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক টঙ্গী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তবে, ওই আইডিটি তার নয় দাবি করে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই ভুয়া আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে আমি বৃহস্পতিবার (১৪ আগস্ট) টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছি।’
একই নামে তার (Jahangir Vender) ভেরিফায়েড আইডির প্রোফাইলে নিজের ছবি দেয়া আছে, যাতে তিনি ওই ভুয়া আইডির ব্যাপারে সতর্কতার নোটিশ জারি করেছেন এবং তাতে জিডির কপি সংযুক্ত করে সকলকে সতর্ক করেছেন বলেও জানান।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদুল ইসলাম বলেন, ‘টঙ্গী দলিল লেখক সমিতির সভাপতি ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নামে কে বা কারা ফেসবুকে ভুয়া আইডি খুলে চাঁদা দাবি ও ভীতি ছড়াচ্ছে। জাহাঙ্গীর আলম এবিষয়ে থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি