জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর সহ দুই জন কে গ্রেফতার করেছে পুলিশ

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার  মামলায় সাবেক কাউন্সিলর সহ দুই জন কে গ্রেফতার করেছে পুলিশ। 
মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর হানিফ আহমেদ এবং  বালিজুড়ী বাজার থেকে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সবুজকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। 
নাশকতা মামলায আটককৃতরা হলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক  কাউন্সিলর হানিফ উদ্দিন,  অপরজন চরপাকেরদহ  ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও  যুবলীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন সবুজ। 
জানা গেছে ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন । এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে ৬৮ জন নামীয় এবং ৮০-৯০ জন কে অজ্ঞাত হিসেবে গত ২৩ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে।  এ মামলায় তাদের দুজন কে আটক করা হয়েছে এবং জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে  বলে মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে।