প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত  বেলা ১১ টায় উপজেলা চত্বরে যুব র‍্যালী শেষে পরিষদ (যমুনা)  সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার রিজভী আহম্মেদ, মাদারগঞ্জ  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু, উপজেলা প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,  এনজিও প্রতিনিধি জাহিদ হাসান সহ অনেকে। 

এ সময় মাদারগঞ্জ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।  পরে ১৪ জন যুবক/যুবতীদের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক ও প্রশিক্ষণের সনদ  বিতরণ করেন অতিথিবৃন্দরা।