সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারী চেয়ারম্যান আমিনুর রহমানকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, একজন সাংবাদিকের ওপর এধরনের হামলা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নয়, এটি গোটা গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন।
সঞ্চালনা করেন ইউনিটির সদস্য মজিবর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিক নেতারা জানান, যদি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেফতার ও তার অপসারণের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, সাংবাদিক নির্যাতনকারীদের কোনোভাবেই ছাড় না দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।