মৌলভীবাজারে "মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব" আমাদের সংগ্রাম,আমাদের মর্যাদা, আমাদের মুক্তি প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন,নাগরিক উদ্দ্যোগ,সহযোগিতায় Brot for die Welt(BdW), FOUNDATION For A JUST SOCIETY( fjs) শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস, হল রুমে অদ্য ২৩শে জুন রোজ সোমবার প্রকল্প পরিচিতি সভা আলোচনা করা হয়েছে।
প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন বলেন " শ্রীমঙ্গল হয়ে উঠুক দারিদ্রমুক্ত ও সকল বৈষম্য বিরোধ প্রথা মুক্ত হউক"। বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কর,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন,ম্যাক বাংলাদেশ প্রধান নির্বাহী এস এ হামিদ বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ইউনিয়ন পরিষদের সদস্য/ সদস্যা, স্থানীয় যুব নেতৃত্ব, শিক্ষক-শিক্ষিকা, নারী নেত্রী, সমাজ কর্মী ও সাংবাদিকগণ।
প্রকল্প পরিচিতি সভায় শুভেচ্ছা ও সমাপনির সভাপতিত্ব বক্তব্য প্রদান পরিমল সিং বাড়াইক, প্রকল্পের সমন্বয়কারী জিয়ানা মাদ্রাজী সঞ্চালনা করেন।