নওগাঁর মান্দায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এসব ক্ষতি সাধিত হয়। এর আগে গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ও ভালাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধান,কলা ,আম ও লিচু বাগান,বসত বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।
ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ২ নং ভালাইন ইউনিয়নের আঁয়াপুর-পাঁঠাকাটা ঘাট এলাকার বসতবাড়ি,গাছপালা ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় ও গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও অত্র এলাকার অসংখ্য গাছপালা এবং বেশকিছু বসতবাড়ির টিন উড়ে গেছে বলেও জানান তিনি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত এবং বাড়িঘর পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। এমতাবস্থায় ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।