নওগাঁর মান্দায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সোনারপাড়ার জামে মসজিদ ও সামাজিক উন্নয়ন কল্পে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহীনূর ইসলাম শাহীন এর সঞ্চালনায় ও  অত্র মসজিদ কমিটির দাতা সদস্য আলহাজ্ব হামিদুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতীন।
তিনি বলেন, ”মসজিদ শুধুমাত্র নামাজ আদায়ের স্থান নয়, বরং এটি একটি ইসলামী ও সামাজিক শিক্ষার কেন্দ্রস্থল। তাই মসজিদে উন্নয়ন ও এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”
এসময় বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন,  মান্দা উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে,সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার প্রমূখ। এসময় উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক মাস্টার, এ্যাড.মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য  সচিব মলয় কুমার ঘোষ,যুগ্ম আহবায়ক মাসুদ রানা, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি শাহ জামাল হক,সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী প্রমূখ।
বক্তারা বলেন, ”সামাজিক উন্নয়নের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। দ্বারিয়াপুর সোনারপাড়ার জামে মসজিদকে একটি আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলে মিলেই কাজ করতে হবে।”
বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।