পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনের সড়কে সোহাগ নামের এক ভাঙারী ব্যবসায়ীকে নৃশংস ভাবে পিটিয়ে এবং পাথর মেরে  হত্যার প্রতিবাদে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’র ব্যানারে বিক্ষোভ মিছিল করেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। 

শনিবার  (১২ জুলাই) সকাল  ১১ টার দিকে গাজীপুরের  চন্দ্রাতে  বিক্ষোভ মিছিল শুরু হয়। সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন চাঁদা নেয় বাংলাদেশে, ভাগ যায় লন্ডনে , আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই এবং রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।  শিক্ষার্থীর আরো  বলেন, “মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। এমন বর্বরতা আমাদের ইতিহাসে নজিরবিহীন। কেবলমাত্র দলীয় বহিষ্কার নাটক করে এই ঘৃণ্য অপরাধ চাপা দেওয়া যাবে না। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা  বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি পুরো দেশের ছাত্র সমাজের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। যারা চাঁদাবাজি করে, খুন করে—তাদের বিরুদ্ধে শুধু দল থেকে বহিষ্কার নয়, আইনি পদক্ষেপ নিতে হবে। দলীয়ভাবে মামলা করে বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা করতে না পারে। শিক্ষার্থীরা  হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ—যে দলেরই হোক, বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না।