টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়,ওই গ্রামের খবির উদ্দিনের ছেলে আঃ লতিফ (৪৫)।বিয়ে করেন নিজের মামাতো বোন রোজিনা আক্তারকে(৩৫)।রোজিনা আক্তার তরফপুর গ্রামের বল্লারটেকি পাড়ার হাসমত আলীর মেয়ে।স্হানীয় সূত্রে জানা যায়,রোজিনা সোমবার সকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন।দূপুরে ঘাতক স্বামীর সাথে তর্কবিতর্ক হলে ঘরের ভেতরে স্ত্রী রেজিনাকে কুৃড়াঁল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।স্ত্রীকে পরকীয়া সন্দেহের জেরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্হানীয়দের ধারণা।খবর পেয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন,ঘাতক স্বামীকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে,এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।