বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ দীঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় মৎস্য চাষে সফল উদ্যোক্তা, চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ ক্যাটাগরিতে তিনজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল হাসান, কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান, উপপুলিশ পরিদর্শক ওবায়দুল, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, নির্বাচন কর্মকর্তা ইনায়েত, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক ও সাংবাদিক কেএম মাহামুদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই স্লোগানের আলোকে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।