বিএনপির অন্যতম নেতা মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন  নারায়গঞ্জ, রূপগঞ্জ উপজেলা, তারাব পৌরসভা তথা পুরো দেশবাসীকে  বিএনপির পক্ষ থেকে  ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। 
 শাওন ভূঁইয়া  বলেন ঈদ হলো মুসলিম উম্মার আনন্দের দিন। পুরো এক মাস সিয়াম সাধনার পর প্রতি বছর আমরা এই দিনটি  আনন্দের সাথে উযাপন করে থাকি। ছোট - বড়, গরীব- দূঃখী, তথা পুরো দেশবাসীর সাথে আমরা সকলে সেই আনন্দ উপভোগ করতে চাই। একটি দেশের সার্বিক ও সুষম উন্নয়ন তখনই ঘটে যখন দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের উন্নয়নে উদ্ভাবনী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। রূপগঞ্জের তারুণ্যের অহংকার বিশিষ্ট শিল্পপতি হিসেবে সেই কাজ সঠিকভাবে করে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য।  সুতারাং সেবা দেয়া আমার লক্ষ্য ও উদ্দেশ্য।  যে কোন বিপদ আপদে আমি  দেশবাসীর পাশে থাকতে চাই। পরিশেষে দেশ ও জাতির কল্যান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আশার আশা ব্যক্ত করেন।