বুধবার বিকালে যাত্রাবাড়ী মোড় থেকে ধোলাইপাড় চৌরাস্তা পর্যন্ত এ লিফলেট বিতরন করা হয়।

বুধবার বিকালে যাত্রাবাড়ী মোড় থেকে ধোলাইপাড় চৌরাস্তা পর্যন্ত এ লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটি যুগ্ন মূখ্য সংগঠক মোঃ নিজামুদ্দিন, জাতীয় নাগরিক কমিটি এস এম শাহরিয়ারসহ নেতাকর্মীরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা। বিতরন শেষে তারা বলেন,গত ১৫ বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের অধীনে চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দুই হাজারের মতো মানুষকে হত্যা, প্রায় অর্ধলক্ষ মানুষের অঙ্গহানী করেছে খুনী হাসিনা ও তার দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকেই আমরা একটি প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি। এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। আমরা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্দ্যোগ দেখতে চাই। তাই আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য জোরালো দাবি জানায়।