রংপুরের বদরগঞ্জ থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে বেধড়ক মার খেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সালাম বিশ্বাস।
গতকাল ১৯মার্চ (বুধবার) দুপুরে বদরগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক রিয়ার ইসলাম জানান, ওই সময় সালাম বিশ্বাস আমাদের ক্লাবের ভিতরে বসে সংবাদ লিখছিলেন। এমন সময় বদরগঞ্জ থানা থেকে একটি গাড়ি বের হয়ে এসে ক্লাবের সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পর গাড়িতে থাকা পাঁচ ছয় জন পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে ক্লাব থেকে বের হয়ে সাংবাদিক সালাম বিশ্বাস পুলিশের কাছে গিয়ে ঘটনার কারণ জানতে চান এবং সংবাদ সংগ্রহ করতে চান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পুলিশ তাকে বেধড়ক পেটান এবং ধরে নিয়ে থানায় যান। বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমানের সামনে আবার তাকে মারধর করেন এবং টানাহাচড়া করেন। এ সময় ক্লাবে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা হয়েছে বলেই তিনি মুঠো ফোন কেটে দেন।