রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষনের শিকার হয়েছে।

 গতকাল ১৮ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলার বড় মির্জাপুর  ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে একটি মামলা দায়ের  করেন।
 মামলা এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর গ্রামের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী প্রতিদিনের মতো প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওৎ পেতে থাকা একই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) তার পথ রোধ করে জাপটে ধরে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় মেয়েটি চিৎকার ও কান্নাকাটি করলে স্থানীয় লোকজন টের পায় এবং ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি করায়। অভিযুক্ত আলম মিয়া ঘটনাস্থল থেকে তখন পালিয়ে যায় এবং গতকাল রাত ৯ টার দিকে বোরকা পরে আত্মগোপনে  চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী তার পালিয়ে যাওয়া টের পেলে তাকে ধরে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আলম মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি নিয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আটককৃত আলম মিয়াকে আসামি হিসেবে আজ বুধবার আদালতে হাজির করা হবে।