চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটি সিকদার ঘাটা ইউনিট শাখার ব্যবস্থাপনায় হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান (রহ.)'র ১০৭ তম ওফাত বার্ষিকী স্মরণে- স্মারক আলোচনা ও এস.এস.সি/দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শুক্রবার (৮ আগস্ট) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সিকদার ঘাটা ইউনিট শাখার প্রধান উপদেষ্টা মাস্টার রফিকুল আলম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সুলতানপুর উত্তর শাখার সভাপতি মাওলানা শওকত হোসাইন, বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ হাসান, মুহাম্মদ নাজিম উদ্দিন। 

বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি সিকদার ঘাটা ইউনিট শাখার সাধারণ সম্পাদক আসিফ জাহান, যুগ্ম সম্পাদক আউয়াল মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক সায়েদ হাসান সাব্বির। এতে বক্তারা ইসলাম প্রচারে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান (রহ.)’র গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। 

একইসাথে ২০২৫ সালের এস.এস.সি ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও ইসলামি বই উপহার প্রদান করা হয়।