ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা এলাকা থেকে অচেতন অবস্থায় এক সিএনজি চালককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তার পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেয়া হয়।

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে মোঃ নূর নবী (৪৫) নামে এক সিএনজি চালক খুইয়েছেন তার সিএনজি গাড়িটি। নূর নবী ভোলার ধুলারহাট থানার বেলায়েত হোসেনের ছেলে।বর্তমানে মোহাম্মদপুর লাউতলা এলাকায় পরিবার নিয়ে থাকেন। গত শনিবার(০২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অচেতন ব্যক্তির ভাগিনা আনোয়ার হোসেন জানান,আমার মামা একজন সিএনজি চালক। মোহাম্মদপুর থেকে সিএনজি নিয়ে উত্তরা যাওয়ার সময় যাত্রী বেশে অজ্ঞান পার্টির প্রতারক চক্ররা তাকে কিছু খাইয়ে সিএনজি নিয়ে যায়।পরে তাকে উত্তড়া ৪ নম্বর সেক্টর এলাকায় অচেতন অবস্থায় ফেলে রাখলে পথচারীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে ওই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা এলাকা থেকে অচেতন অবস্থায় এক সিএনজি চালককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তার পাকস্থলী ওয়াস দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। পরে আমরা জানতে পারি ওই ব্যক্তিটি অজ্ঞান পার্টির কবলে পড়েছিল। এতে সে তার সিএনজি গাড়িটি ঘুইয়েছেন বলে আমরা জানতে পারি। সে সম্পূর্ণ সুস্থ হলে জানা যাবে কি পরিমান জিনিস হারিয়েছেন তিনি। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।