মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য ঢাকা মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) এর জোরালো কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক জনাব মোঃ মোঃ মানজুরুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে লালবাগ সার্কেলের পরিদর্শক জনাব মোঃ মাহবুবুল আলম ভূইয়া  এর নেতৃত্বে গঠিত টিম কর্তৃক গত ৮/০১/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৬:০০ টায় প্রায় ৬০ (ষাট) লক্ষ টাকা মূল্যের ৬০০ (ছয়শত) গ্রাম আইসসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর তথ্যঃ ১।  মো: মনিরুল ইসলাম (৩৬), পিতা: তোফাজ্জল হোসেন, মাতা: হালিমা বেগম, স্থায়ী সাং-রামকেশব, থানা: বোরহানউদ্দিন,  জেলা: ভোলা বর্তমান ঠিকানা: বাওয়ানীবাদ জুট মিলস মসজিদ এর ইমাম, ডেমরা স্টাফ কোয়ার্টার, ঢাকা। চক্রটির আসামীকে যেভাবে গ্রেফতার করা হয়: আইসের এর একটি চালান টেকনাফ, কক্সবাজার এলাকা হতে ঢাকায় প্রবেশ করবে এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লালবাগ সার্কেলের পরিদর্শক জনাব এর নেতৃত্বে একটি টিম গঠন করে গুলিস্থানের মল্লিক ম্যানশনস্থ নিউ রাজধানী হোটেল এন্ড রেস্টুরেস্ট এর সামনে অভিযান পরিচালনা করে আইসসহ গ্রেফতার করা হয়। ব্যবসার কৌশল: আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মূলত পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে আইসের চালানসমূহ সংগ্রহ করে ঢাকা ও এর পাশ্বর্বর্তী জেলাসমূহে সরবরাহ করার পরিকল্পনা করছিল। জিজ্ঞাসাবাদে তিনি আরো জানায় ইতোপূর্বে একাধিক ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করতো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ উপলক্ষ্যে ডিএনসি প্রধান কার্যালয়ে ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের আয়োজনে প্রেসব্রিফিং করেন অধিদপ্তরের অতিরিক্ত  মহাপরিচালক  জনাব মুহাম্মদ ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) জনাব তানভীর মমতাজ, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) জনাব মুহাম্মদ বদরুদ্দীন, অতিরিক্ত পরিচালক( ঢাকা) জনাব এ কে এম শওকাত ইসলাম সহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর।